Image description

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গ্রামবাসীকে লক্ষ্য করে ককটেল ছোড়ার সময় বিস্ফোরণে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ডাকাত দলের দুজন সদস্যকে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। ডাকাতদের হামলায় দুই গ্রামবাসীও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভাটি বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে নোঙর করা বাল্কহেডে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। জেলে ও শ্রমিকদের কারণে তারা সফল হয়নি। আজ সকাল সাড়ে সাতটার দিকে স্পিডবোট ও ট্রলার নিয়ে আবারও ডাকাতির উদ্দেশ্যে তারা ফিরে আসে। গ্রামবাসী ট্রলার নিয়ে তাদের ধাওয়া করলে ডাকাতরা ফাঁকা গুলি ও ককটেল ছোড়ে। এ সময় একটি ককটেল অসাবধানতাবশত ডাকাত দলের এক সদস্যের হাতে বিস্ফোরিত হয়, যাতে তার এক হাতের আঙুল ও কবজির কিছু অংশ উড়ে যায়। অবস্থা বেগতিক দেখে পাঁচ থেকে ছয়জন ডাকাত স্পিডবোটে পালিয়ে যায়।

স্থানীয়রা ট্রলারে থাকা তিন ডাকাতকে ধাওয়া করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকা থেকে আটক করে। উত্তেজিত জনতা তাদের পিটুনি দিয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়ার আগেই বিস্ফোরণে আহত ডাকাত সদস্য মারা যায়। নিহত ডাকাতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নারায়ণগঞ্জ কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সালেহ আহম্মেদ পাঠান জানান, সকাল পৌনে দশটার দিকে তিন ডাকাতকে জনতা পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নেওয়ার পর ককটেল বিস্ফোরণে আহত একজন মারা গেছে। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, আহতরা নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।