
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে পতিতাবৃত্তিতে জড়িত সন্দেহে ১১ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তবে গ্রেপ্তারকৃতরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি দেশটির কর্তৃপক্ষ।
সৌদি সংবাদমাধ্যম সৌদি গ্যাজেট-এর এক প্রতিবেদন অনুযায়ী, নাজরান শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মানবপাচার ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে পরিচালিত একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে নাজরান পুলিশের স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স, কমিউনিটি সিকিউরিটির মহাপরিচালকের কার্যালয় এবং মানবপাচারবিরোধী ইউনিটের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের নৈতিকতা পরিপন্থী কার্যকলাপ এবং মানবপাচার প্রতিরোধে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। রক্ষণশীল দেশ সৌদি আরবে পতিতাবৃত্তি, অবৈধ সম্পর্ক এবং মানবপাচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ধরনের অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা, এবং প্রবাসীদের ক্ষেত্রে দেশে বহিষ্কারের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হয়।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার মানবপাচার এবং দেহ ব্যবসা প্রতিরোধে বিভিন্ন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে গোপন নজরদারি, বিশেষ অভিযান এবং কঠোর আইনি প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। নাজরানে এই গ্রেপ্তার তারই ধারাবাহিকতা বলে জানিয়েছে দেশটির পুলিশ। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Comments