Image description

গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ১ বল বাকি থাকতে ২ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার (১৬ আগস্ট) কেইর্নসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একপর্যায়ে বিপাকে পড়লেও ম্যাক্সওয়েলের ব্যাটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও মিশেল মার্শ ভালো শুরু করেন। ৮ ওভারে ৬৬ রানের জুটি গড়েন। ট্রাভিস হেড ১৯ রানে ফিরলেও অধিনায়ক মিশেল মার্শ ৩৭ বলে ৫৪ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তবে মার্শ ফেরার পর জস ইংলিশ, ক্যামেরুন গ্রিন ও টিম ডেভিডের মতো ব্যাটাররা দ্রুত সাজঘরে ফিরলে অস্ট্রেলিয়া ১২২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।

ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হন গ্লেন ম্যাক্সওয়েল। অ্যাডাম জাম্পাকে সঙ্গে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৬ বলে ৬২ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ডেওয়াল্ড ব্রেভিসের ঝড়ো ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। ব্রেভিস ২৬ বলে ৫৩ রান করেন, যার মধ্যে ছয়টি ছক্কা ও একটি চার ছিল। এছাড়া লুহান প্রিটোরিয়াস ২৪ ও ত্রিস্তান স্টাবস ২৫ রান করেন।

বল হাতে অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৪ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট লাভ করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে করবিন বোচ ৩টি এবং কাগিসো রাবাদা ও মাপাকা ২টি করে উইকেট নেন।