
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, “বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশকে সর্বনাশ করেছে। একদিকে সীমাহীন দুর্নীতি, অন্যদিকে গণতন্ত্রকে হত্যা করেছে। ভারতের করদ রাজ্যে পরিণত করতে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে। কিন্তু গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতা তাদের রুখে দিয়েছে। এখন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের লক্ষ্য।”
শনিবার (১৬ আগস্ট) দুপুরে লোহাগাড়া সদরের একটি কমিউনিটি সেন্টারে কলাউজানের প্রাক্তন দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জামায়াত ইসলামী গতানুগতিক কোনো দল নয়। এটি বাংলাদেশের একমাত্র সহীহ ইসলামী দল। জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মী হিসেবে ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের মাঝে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামায়াত ইসলামী একটি আধ্যাত্মিক ও তাকওয়ার দল। প্রত্যেককে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। পদ-পদবীর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য জামায়াত করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। কলাউজান ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর ডা. ছিদ্দিক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াত নেতা আরিফুর রহমান, লোহাগাড়া জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সহ-সেক্রেটারি অধ্যাপক আবু তাহের, সহ-সেক্রেটারি অধ্যক্ষ আ ন ম নোমান, জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ ইদ্রিস, মাওলানা আহমদ কবির, মাওলানা গোলাম রসুল কমরী, এডভোকেট আবদুল জব্বার ও এডভোকেট সাদ্দাম হোসাইন আজাদ।
Comments