Image description

ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নেই কোন আনুষ্ঠানিকতা। ১৫ আগষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী। আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস কোথাও হচ্ছে না। বাজছে না মাইক বা সাউন্ড বক্স। নেই কাঙালি ভোজের আয়োজন। 

প্রতিবার আগষ্ট মাস শুরু হলেই জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোকাবহ আগষ্ট পালন করা হতো। তবে ১৫ আগষ্ট উপলক্ষে পুরো ধামরাই উপজেলায় বঙ্গবন্ধুর শোক দিবস পালন করার কোন দৃশ্য চোখে পড়ে নি। নেই কোন আনুষ্ঠানিকতা।

শোক দিবস পালন করার দৃশ্য না দেখে চলছে আলোচনা সমালোচনা। আগষ্ট মাসের শুরু থেকেই চলতো মাইক বাজানো। সারাক্ষণ মাইকে বঙ্গবন্ধুর ভাষণ, স্বাধীনতার ডাক মাইকে বাজতে থাকতো। মাসব্যাপী চলতো মাইক বাজানো এবং ১৫ আগষ্ট থেকে ইউনিয়ন পৌরসভার প্রতিটি ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠানে এবং উপজেলা সরকারি কর্মকর্তারাও আগষ্ট মাসের শোক দিবসের অনুষ্ঠান পালন করতেন। থাকতো পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালন করা হতো। বঙ্গবন্ধুর জীবন নিয়ে চলতো স্মৃতি চারণ। পতাকা অর্ধনমিত থাকতো। 

আজ সরকার পতনের এক বছর পূর্তি। শোকের মাস পালন করতেন আওয়ামী লীগ।  জাতীয় শোক দিবসে শোক দিবস পালনের কোন আনুষ্ঠানিকতা না থাকলেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এ অনেকেই শোক বার্তা দিয়ে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও ধামরাইয়ের স্থানীয় এমপি বেনজীর আহমদ এর ছবি দিয়ে পোষ্টার নিজেদের আইডি থেকে ফেইসবুক এ পোষ্ট করেন। কিন্তু কাউকে কোন অনুষ্ঠান করতে দেখা যায় নি। জানা যায় নি ঔইসব নেতাকর্মীদের অস্তিত্ব। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চলে যায় নেতাকর্মীরা। 

সরকার পতনের এক বছর পূর্ণ হলেও কোন নেতাকর্মীকে দেখা যায় নি। কিন্তু অনেকেই ফেইসবুক এ সরব দেখা যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখে পোষ্টার বানিয়ে ফেইসবুক এ ছবি পোষ্ট করেন। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামী লীগের কোন নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায় নি।