ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা সেই রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা রিকশাচালক আজিজুর রহমানকে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আজিজুর রহমানকে আদালতে হাজির করে জেলহাজতে রাখার আবেদন করেন। আদালত এ আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে গিয়েছিলেন আজিজুর রহমান। সেখানে তিনি গণপিটুনি ও জনতার হিংস্রতার শিকার হন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
আজিজুর রহমান পুলিশের কাছে বলেন, “আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি।”
মামলার আটক আবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শী সাক্ষী ও বাদীকে জিজ্ঞাসাবাদে আজিজুর রহমানের (২৭) বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ জনতার হাতে গ্রেফতারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাতপ্রাপ্ত হন। তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় ধানমন্ডি থানাধীন নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকায় মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ওই দিন দুপুর আড়াইটার দিকে আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। এতে আরিফুলের পিঠে গুলি লাগলে তিনি তাৎক্ষণিক পড়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই মাস চিকিৎসার পর তিনি সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় আরিফুল একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
আজিজুর রহমানের গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছে।
Comments