কুষ্টিয়ায় ১০ কোটি টাকার মাদক-অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১০ কোটি ৪২ লাখ টাকার মাদক ও অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৬ আগস্ট) ভোরে রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, অভিযানে সিনবাদ ও মিন্টুর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ৫০ এমএল পরিমাণের ২০ বোতল এলএসডি উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও অস্ত্রের বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।
আটক সিনবাদ আলী গত জুন মাসে দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় সংঘটিত মোহন আলী (২৫) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত। জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটককৃতদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলীকে কুপিয়ে হত্যা করা হয়।
Comments