সাংবাদিক তুহিন স্মরণে গাসিকের দোয়া মাহফিল ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে দোয়া মাহফিল ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠান শনিবার বিকেলে নগর ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক অংশগ্রহণ করে মরহুমের অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মুহাম্মদ সোহেল হাসান, এডিসি জেনারেল মোতাছিম বিল্লাহ, জি সি সি র সচিব মোঃ আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রকৌশলী হারুনুর রশিদ, লহেহাজ উদ্সদিন, আশরাফুল আলম, মায়ইদুল ইসলাম, ইব্রাহিম খলিলসহ গাজীপুর সিটির বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও গাজীপুরের গণমাধ্যম ব্যক্তিত্বরা।
মতবিনিময় সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক কলম সৈনিক, যিনি গাজীপুরের মানুষের পক্ষে অবিচলভাবে কাজ করেছেন। বক্তারা গাজীপুরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক তুহিনের স্ত্রীর হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী মরহুমের দুই শিশু সন্তানকে কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তার এ মানবিক উদ্যোগ উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়।
অনুষ্ঠান শেষে প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের স্মরণে বৃহত্তম জয়দেবপুর বাজারে ময়লা ফেলার বিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি সেখানে ফ্লাড লাইটের উদ্বোধন এবং মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়।
বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি, রায়হান আল মাহমুদ রানা, সেক্রেটারি, বাবুল হোসেন খান, সাবেক কাউন্সিলর, হান্নান মিয়া হান্নু প্রমুখ এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া প্রশাসক নগরীর বাসন ও গাছা এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পগুলোও পরিদর্শন করেন।
Comments