Image description

রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায় আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ১৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে সিদ্দিক প্রামাণিকের জালে এই ইলিশটি ধরা পড়ে। পরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে ময়মনসিংহের এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে বিক্রি করেন।

শাহজাহান শেখ জানান, বড় ইলিশ ধরার খবর পেয়ে তিনি জেলে সিদ্দিক হালদারের সঙ্গে যোগাযোগ করেন। মাছটির ওজন ছিল ২ কেজি ৪৯০ গ্রাম। নিলামে তিনি প্রতি কেজি ৫ হাজার ৫০০ টাকা দরে মোট ১৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন। এরপর ময়মনসিংহের ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করে প্রতি কেজি ৫ হাজার ৮০০ টাকা দরে মোট ১৪ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

তিনি বলেন, “ময়মনসিংহের ওই ব্যক্তি আমার কাছে একটি বড় ইলিশের জন্য বলে রেখেছিলেন। মাছটি কেনার পর তাঁকে মুঠোফোনে জানানো হলে তিনি মানিকগঞ্জে তার এক আত্মীয়কে পাটুরিয়া ঘাটে পাঠান। আমরা সেখানে মাছটি পৌঁছে দিই। এই মৌসুমে এ ধরনের বড় ইলিশ খুব কম পাওয়া গেছে।”

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে পানির প্রবাহ বেশি থাকায় ইলিশের দেখা মিলছে। মাঝেমধ্যে বড় ইলিশ পাওয়া জেলে ও স্থানীয় মানুষের জন্য সুখবর। তবে এত বেশি দামের কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।”