দীর্ঘ অপেক্ষার পর ভারত ফেরত ২২ বাংলাদেশি স্বজনদের কাছে হস্তান্তর

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারত থেকে দেশে ফিরে আসা ২২ জন বাংলাদেশি নারী ও পুরুষকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনদের হাতে তুলে দেয়। দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। কেউ ভাইকে বুকে জড়িয়ে ধরেন, কেউ সন্তানকে আঁকড়ে ধরে কেঁদে ফেলেন।
ফেরত আসা ব্যক্তিরা জানান, দালালচক্র ভালো চাকরি ও মোটা বেতনের প্রলোভন দেখিয়ে তাদের দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করেছিল। সেখানে তাদের অধিকাংশই নিরাপত্তাহীনতা ও কঠিন পরিবেশে দিন পার করেছেন। কেউ হায়দরাবাদে পার্লারে, আবার কেউ উত্তর ও মধ্যপ্রদেশে দিনমজুর হিসেবে কাজ করতেন।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের একটি পতাকা বৈঠকের মাধ্যমে এই ২২ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এরপর দর্শনা থানা পুলিশ তাদের হেফাজতে নেয় এবং বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির জানান, বিভিন্ন জেলার এই ২২ জন নারী-পুরুষকে তাদের নিজ নিজ অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Comments