Image description

উত্তর আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানে নতুন করে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

এক বিবৃতিতে এমএসএফ জানিয়েছে, একটি সর্বাত্মক যুদ্ধের পাশাপাশি সুদানের মানুষ এখন দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কলেরা প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে। গত সপ্তাহে শুধু দারফুর অঞ্চলে এমএসএফের বিভিন্ন টিম ২ হাজার ৩০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে। এ সময় ৪০ জনের মৃত্যু রেকর্ড করেছে। 

সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত ২ হাজার ৪৭০ জন কলেরাজনিত কারণে মারা গেছে।