Image description

ভারতের জম্মু ও কাশ্মীরে অতি ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ছাড়া শুরু হয়েছে ভাঙন। আজ বৃহস্পতিবার কিশতোয়ারের চসিতি গ্রামে এই ভয়াবহ বিপর্যয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২০ জনের বেশি, এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না ২৫০ জনের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, গত ২৫ জুলাই থেকে ধর্মীয় উৎসব ৩০ কিলোমিটার ‘মাছেল যাত্রার’ শুরু হয়েছে। ট্রেক করে ‘মাছেল মাতা’ মন্দিরে (দুর্গা মন্দির) পৌঁছাতে হয়। ৫ সেপ্টেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের অন্যতম জনপ্রিয় যাত্রা চলার কথা। যাতে হাজার-হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন। কিন্তু যাত্রার রুটে প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভয়াবহ বিপর্যয়ের জেরে ‘মাছেল মাতা যাত্রা’ স্থগিত করে দেওয়া হয়েছে। যারা যাত্রাপথে ছিলেন, তাদের মধ্যে দেখা দিয়ে বিশৃঙ্খলা। অনেকে আটকা পড়েছেন। তবে উদ্ধারকাজ শুরু করেছে কর্তৃপক্ষ। স্যাটেলাইট থেকে বেশকিছু ছবি তোলা হয়েছে, যাতে দেখা যায় বিপর্যয়ের চিত্র। 

এ ঘটনায় শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।