
বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেটের ‘চারখাই-শেওলা-সুতারকান্দি’ চার লেন আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের কাজ বন্ধের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই মেগা প্রকল্প অবিলম্বে পুনরায় শুরু করার দাবি জানান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “৪ হাজার ২৫৭ কোটি টাকার প্রাক্কলিত ব্যয়ে সুতারকান্দি স্থলবন্দর পর্যন্ত চার লেনে উন্নীত এই প্রকল্পটি শুরু হলেও সিলেট বিদ্বেষী কিছু স্বার্থান্বেষী কর্মকর্তার যোগসাজশে অযৌক্তিক অজুহাতে এটি বন্ধের ষড়যন্ত্র চলছে।”
তিনি জানান, এই মহাসড়কটি গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট, জকিগঞ্জ, বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার লক্ষাধিক মানুষের যাতায়াত এবং সুতারকান্দি স্থলবন্দরের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে, মহাসড়কের নাজুক অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “কোনো অজুহাতে কান না দিয়ে এই মহাসড়কের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।”
এছাড়া, তিনি সিলেটের ভোলাগঞ্জ, জাফলংসহ ছয়টি পাথর কোয়ারিতে অবৈধ লুটপাট বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত শেষ করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
সেলিম উদ্দিন আরও বলেন, “প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চল জাতীয় অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে বিরাট অবদান রাখছে। বিয়ানীবাজার-গোলাপগঞ্জের গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও সিলেটে ঘরে-ঘরে গ্যাস সংযোগ পাওয়া যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি সুরমা-কুশিয়ারা নদীর ভাঙন রোধে প্রকল্প গ্রহণ, ঘরে-ঘরে গ্যাস সংযোগ এবং আন্তঃসংযোগ সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Comments