ভূরুঙ্গামারীতে পরীক্ষায় নকলের অভিযোগ, ৬ পরীক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষায় নকল করার অভিযোগে ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে চর বারইটারি আলিম মাদ্রাসার ৪ জন এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার ২ জন রয়েছে।
জানা গেছে, ইউএনও দীপ জন মিত্র পরীক্ষার হল পরিদর্শনে যান। এ সময় তিনি বেশ কয়েকজন শিক্ষার্থীর কাছে নকল দেখতে পান। তল্লাশির পর তাদের কাছে মোবাইল ফোনও পাওয়া যায়। এমন অসদুপায় অবলম্বনের কারণে তাৎক্ষণিকভাবে তিনি ওই ছয় পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।
কেন্দ্রের অধ্যক্ষ আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নকল ও মোবাইল ফোন পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অভিযুক্তদের বহিষ্কার করা হয়েছে।
Comments