
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ও পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে আক্তার মোল্লা (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কুমারগাড়া এলাকা থেকে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
আটককৃত আক্তার মোল্লা কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ভাঙিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে ইউএনও রোকনুজ্জামান জামানকে খবর দেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পুলিশ পাঠান। পরে কুষ্টিয়া মডেল থানার এসআই সাইমুন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আক্তার মোল্লাকে আটক করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে ইউএনও রোকনুজ্জামান বলেন, "এ ধরনের চাঁদাবাজি ও প্রতারণার ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা এই ধরনের কাজে জড়িত তাদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা কামনা করছি।"
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ইউএনও’র নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আক্তার মোল্লা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments