
ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে যোগ দিতে ইউরোপীয় নেতারা ওয়াশিংটনে পৌঁছাতে শুরু করেছেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ওয়াশিংটনে পৌঁছেছেন। এ ছাড়া জার্মানি, ফ্রান্স, ইতালি ও ফিনল্যান্ডের শীর্ষ নেতারাও এই বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে। বৈঠকটি হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে অনুষ্ঠিত হবে, যা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হবে।
বৈঠকের আগে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা এর আগে কখনও এতজন ইউরোপীয় নেতাকে একসঙ্গে পাইনি। এটি আমেরিকার জন্য বিশাল সম্মানের। দেখা যাক ফলাফল কী হয়।” বৈঠকের প্রস্তুতি হিসেবে জেলেনস্কি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে একটি প্রস্তুতিমূলক বৈঠক করছেন।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তানের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করেছেন। একই সময়ে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ এবং যুদ্ধ-পরবর্তী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
Comments