Image description

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ১টা বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হওয়া এই বৈঠকে ইউরোপীয় নেতারাও যোগ দিয়েছেন।

গত শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের তিন ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি। তিনি বলেন, রাশিয়ার দখলকৃত কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিলে যুদ্ধের অবসান সম্ভব।

বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ জার্মানি, ফ্রান্স, ইতালি ও ফিনল্যান্ডের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে অনুষ্ঠিত এই বৈঠক সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “এতজন ইউরোপীয় নেতাকে একসঙ্গে পাওয়া আমেরিকার জন্য সম্মানের।”

এদিকে, জেলেনস্কি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক করেছেন। অন্যদিকে, পুতিন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান ও ভারতের নেতাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার হামলায় সাতজন নিহতের খবর পাওয়া গেছে।

ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ ও যুদ্ধ-পরবর্তী শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। এই বৈঠক থেকে যুদ্ধ বন্ধে কার্যকর সমাধানের আশা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।

ইউক্রেইনের প্রতিনিধি দলে যারা আছেন

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ইউক্রেইন প্রতিনিধি দলে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গী হয়েছেন চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক, উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই কিসলিৎসিয়া, দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের প্রধান রুসটেম উমারভ, প্রেসিডেন্ট দপ্তরের উপ প্রধান ও সাবেক সামরিক কমান্ডার পাভলো পালিসা এবং প্রেসিডেন্ট দপ্তরের আরেক উপ প্রধান আইর ব্রুসিলো।

বৈঠকের পরেই পুতিনকে ফোন করবেন ট্রাম্প

গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় কোনো বিষয়ে বিচলিত হয়েছিলেন কিনা, সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পকে এমন প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, একটু আগেই ‘পরোক্ষভাবে’ পুতিনের সঙ্গে তার কথা হয়েছে এবং জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষ করেই তিনি রুশ প্রেসিডেন্টকে ফোন করবেন। 

রাশিয়া, ইউক্রেইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা জানতে চাইলে ট্রাম্প বলেন, বৈঠক না হলে যুদ্ধ অব্যাহত থাকবে। আর বৈঠক হলে যুদ্ধ শেষ হওযার জোরালো সম্ভাবনা রয়েছে।