
নেত্রকোনা পৌর শহরে জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী। পানি নিস্কাসন ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেন। বুধবার সকালে শহরের উত্তরকাটলী এলাকার জলাবদ্ধতায় শতাধিক পরিবারের লোকজন ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উত্তর কাটলীর বাসিন্দা আইনজীবী খাদেমুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুর রহমান, আমীর আজমুল, আরশেদা খাতুন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, নিয়মিত পৌর কর পরিশোধ করে আসলেও গত ২৫ বছর ধরে পৌরসভার সেবা থেকে বঞ্চিত। রাস্তার পাশের ১২০ টি পরিবার ছাড়াও এলাকার পাঁচশতাধিকের বেশি পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। সামান্য বৃষ্টিতেই এলাকার রাস্তা ডুবে যায়। এতে ডোবা- নালার ময়লা পানি ঘরে ঢুকে। শিশু ও বয়স্করা গৃহবন্ধী হয়ে পড়ে।কর্মজীবী লোকজন বাধ্য হয়ে এ ময়লা পানি দিয়েই কর্মস্থলে যায়। রাস্তায় হাটা যায় না। ময়লা পানিতে চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। বিশেষ করে নরী ও শিশুরা বেশী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পতিত হয়েছে। দ্রুত পানি নিস্কাসনের ব্যবস্থা নেয়ার জন্যে পৌরকর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসীর।
Comments