
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একক নয় বরং এর ভেতরে একাধিক শক্তির প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি একটি টকশোতে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, "ড. ইউনূসের সরকারের ভেতরও সরকার আছে।" তিনি ব্যাখ্যা করে বলেন যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সামরিক বাহিনী ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক শক্তিও সক্রিয় রয়েছে এবং উপদেষ্টারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তার মতে, এই সমন্বিত ক্ষমতার কেন্দ্রগুলোর কারণে এটি একটি একক সরকার নয় বরং একাধিক সরকারের মতো কাজ করছে।
তিনি আরও বলেন যে, সরকার গঠনের আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রথমে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিতে চাননি। এর কারণ হিসেবে তিনি বলেন, "আওয়ামী লীগ তার সমর্থক নয়।" যদিও পরে সেনাপ্রধান ইউনূসকে মেনে নেন তবে এই পরিস্থিতিতে 'বুকে পাথর চাপা' শব্দটি ব্যবহার করেন। আসিফ মাহমুদ জানান, সেনাবাহিনীর সঙ্গে সরকারের ব্যক্তিগত কোনো বিরোধ নেই তবে সেনাপ্রধানের সঙ্গে দ্বিমত শুধু আওয়ামী লীগ সংক্রান্ত বিষয়ে।
Comments