
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় অটোরিকশা চালক মিজানুর রহমান অভি (৩৫) কে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
নিহত মিজানুর রহমান অভি এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন এবং অটোরিকশা চালাতেন। স্থানীয় সূত্র জানায়, অভি প্রতি কয়েকদিন পর গ্রামের বাড়িতে আসতেন। সম্প্রতি তিনি ৪-৫ দিন আগে নারায়ণগঞ্জ থেকে গ্রামে এসেছিলেন। তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজী নামে এক ব্যক্তির আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী একজন পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা কামাল জানান, বুধবার ভোরে তিনি ব্যবসার কাজে এখলাছপুর ঘাটে যাওয়ার পথে অভিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি এলাকাবাসীকে খবর দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু নুর আলম বেপারী জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে নাহিদ গাজীর ভাই নাজমুল গাজীর ফোন থেকে নাহিদ তাকে কল করে বলেন, “অভিকে খেয়ে ফেলেছি, তোকেও খেয়ে ফেলব।” ফোনের অন্য প্রান্ত থেকে কান্নার শব্দও শোনা গেছে বলে তিনি জানান।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছে। আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments