রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, উত্তরে ট্রেন চলাচল বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন এবং বাস্তবায়নের দাবিতে লাগাতার আন্দোলনের ১৮তম দিনে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। এর ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা-ঈশ্বরদী রেলপথে অবস্থান নিলে ঢাকা ও রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে।
আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হয়নি। প্রায় ১০ হাজার কোটি টাকার ডিপিপি সাতবার সংশোধনের পর ৫০০ কোটি টাকায় নেমে আসে। গত ২৬ জুলাই এই ডিপিপি একনেক সভায় ওঠার কথা ছিল। কিন্তু শাহজাদপুরের বুড়িপোতা মৌজায় সরকারিভাবে বরাদ্দকৃত ১০০ একর জমির অধিকাংশই স্থানীয়রা দখল করে রেখেছে। এসব দখলদারদের পক্ষ নিয়ে চলনবিল সংগ্রাম কমিটির কিছু নেতা ও সংগঠক পরিবেশ অধিদফতরসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেন।
শিক্ষার্থীরা আরও বলেন, এই অভিযোগের কারণে পরিবেশ উপদেষ্টা একনেক বৈঠকে ডিপিপি অনুমোদনে ভেটো দেন। এরপর থেকে বিষয়টি আটকে আছে। তাই বাধ্য হয়ে তারা গত ১৮ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
সকাল দশটায় উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত এবং ওসি রাকিবুল ইসলাম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
উল্লাপাড়া রেল স্টেশনের মাস্টার মো. মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আকস্মিক অবরোধের কারণে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু আন্তঃনগর ট্রেন জামতৈল স্টেশনে এবং রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তঃনগর ট্রেন লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ করলেও ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। বর্তমানে রেলের নিরাপত্তায় উল্লাপাড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একই দাবিতে আন্দোলন শুরু করেন। গত ১৮ দিন ধরে তারা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ, পথনাটক, গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করেন। এর ধারাবাহিকতায় তারা বুধবার রেল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যান।
Ge
Comments