
৩৪ বছরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে পাকিস্তানের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে তারা পাকিস্তানকে ৯২ রানে গুটিয়ে দিয়ে ২০২ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে। এই জয়ের মধ্য দিয়ে ক্যারিবীয়রা ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের সেঞ্চুরির (১২০) ওপর ভর করে ২৯৪ রানের বড় স্কোর গড়ে। জবাবে পাকিস্তানের কোনো ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়তে পারেননি। পাঁচ ব্যাটার আউট হন শূন্য রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে পেসার জেইডেন সিলস অসাধারণ বোলিং করে মাত্র ১৮ রানে ৬ উইকেট শিকার করেন। যা তার ওয়ানডে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। তার বোলিং তোপেই পাকিস্তানের ইনিংস ২৯.২ ওভারে ৯২ রানে শেষ হয়ে যায়।
এর আগে সর্বশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে এসে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। একটি ম্যাচ হয়েছিল টাই। এরপর ১১টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেললেও একটিতেও জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
Comments