Image description

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর ভোর থেকে রাজধানীতে শুরু হয়েছে স্বস্তির গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আকাশজুড়ে কালো মেঘের কারণে দিনভর বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মিরপুর, উত্তরা, বারিধারা, শ্যামলী এবং তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি ও শীতল বাতাস বয়ে যাচ্ছে, যা নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তরের মঙ্গলবার রাতের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।