Image description

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের অবরোধজনিত দুর্ভিক্ষে মারা গেছেন। এছাড়া খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে প্রাণ হারিয়েছেন আরও ১৯ জন। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নসহ ২৬টি দেশ গাজায় চলমান 'অকল্পনীয় মাত্রার' ভোগান্তি ও দুর্ভিক্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে।

উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ মানুষের ওপর হামলার ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। সায়্যিদ নামের এক ব্যক্তি বলেন, "চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল, কিন্তু আমরা কিছুই করতে পারিনি।"

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আবু নাহাল বলেন, তিনি হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন। তার কথায়, "আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম। খাবার-পানি থাকলে আসতাম না।" তিনি বিশ্বকে যুদ্ধ বন্ধ করে গাজার মানুষের দুর্ভোগ শেষ করার আহ্বান জানান।

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে। যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে, যার মধ্যে ১০০-রও বেশি শিশু রয়েছে।

সূত্র: আল-জাজিরা