Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম অভিযোগ করেছেন, বিএনপি বর্তমানে সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এবং তারা কেবল নিজেদের চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন চাইছে। মঙ্গলবার (১২ আগস্ট) কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণ-সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন এই গণ-সমাবেশের আয়োজন করে। 

মুফতি ফয়জুল করীম বলেন, "বিএনপি আজ সিলেটে শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল যেনতেন নির্বাচন চাচ্ছে।" তিনি আরও অভিযোগ করেন যে, বিএনপি দেশে আরেকটি ফ্যাসিবাদী ব্যবস্থা চাপিয়ে দিতে চায় এবং তাদের নীতি হলো 'চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার এবং ভাইরাল হলে গ্রেপ্তার'।

ফয়জুল করীম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া উচিত, কারণ দেশের ৭১ শতাংশ মানুষ এই পদ্ধতিতেই নির্বাচন চায়।

এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে বিএনপির মামলা করারও সমালোচনা করেন ফয়জুল করীম। তিনি বলেন, "সত্য কথা বলার কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাদের কারণে আজ তারা মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা দিয়েছে।" তিনি আরও বলেন, সারজিসরা না থাকলে তারেক রহমানের দেশে ফেরা বা তাদের নেত্রীর বিদেশে চিকিৎসা করানো সম্ভব হতো না।

আগামী নির্বাচন প্রসঙ্গে এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি বরং সংস্কার ও অপরাধীদের বিচারের জন্যও হয়েছে। তিনি পিআর পদ্ধতির নির্বাচনের ওপর জোর দিয়ে বলেন, এই পদ্ধতিতে সব দল সংসদে যেতে পারবে তাই এর কোনো বিকল্প নেই।