
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মেয়ের মারধরের অভিযোগে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় মেয়ে হাবেজা বেগমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
নিহত ময়েন শেখ (৭০) শিবালয় উপজেলার চর রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। শিবালয় থানার পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, ময়েন শেখ ৫-৬ বছর ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। তিনি পালাক্রমে তার সন্তানদের বাড়িতে থাকতেন। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে হাবেজা বেগম (৩০) স্বামীর বাড়ি ছেড়ে বাবার কাছেই থাকতেন।
মামলার অভিযোগ অনুযায়ী, হাবেজা তার বাবার পাবনার সুজানগর উপজেলার কিছু জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সোমবার রাতে এই বিষয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাবেজা কাঠের টুকরা দিয়ে ময়েন শেখকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ময়েন শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ময়েন শেখের প্রথম স্ত্রীর ছেলে সাইদুল ইসলাম মঙ্গলবার সকালে হাবেজা বেগমের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
Comments