গাজায় সাংবাদিকতা: গড়ে প্রতি মাসে ১৩ সাংবাদিকের মৃত্যু, ২২ মাসে নিহত ২৭০

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নিরন্তর হামলায় সাংবাদিকতা এক 'মৃত্যুকূপে' পরিণত হয়েছে। গত ২২ মাসে এই উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৭০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর ফলে প্রতি মাসে গড়ে ১৩ জন সাংবাদিকের মৃত্যু হচ্ছে। সর্বশেষ রবিবার আল-শিফা হাসপাতালের বাইরে আল-জাজিরার মিডিয়া তাঁবুতে হামলায় পাঁচ সাংবাদিকের মৃত্যু এই ভয়ংকর বাস্তবতাকে নতুন করে সামনে এনেছে।
নিহতদের মধ্যে আল-জাজিরার সংবাদদাতা আনাস আল-শরীফ ও মোহাম্মদ কারাকা, এবং আলোকচিত্রী ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নোফাল ছিলেন।
গাজায় কাজ করা স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আসাদ মেহর নিউজ এজেন্সিকে বলেছেন, সাংবাদিকরা এমন পরিস্থিতির শিকার হচ্ছেন যা বিশ্বের কোনো যুদ্ধ ফটোগ্রাফার আগে কখনও দেখেননি। আসাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করছে এবং অনেক সাংবাদিকের নাম তাদের হত্যার তালিকায় রয়েছে। তিনি জানান, সাংবাদিকদের কাছে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম যেমন বুলেটপ্রুফ জ্যাকেট নেই। যা আছে সেগুলোরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
আসাদ আরও জানান, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সাংবাদিকদের জন্য তথ্য সংগ্রহ ও পাঠানো অসম্ভব হয়ে পড়েছে। বহু সাংবাদিকের বাড়ি ও অফিস ধ্বংস হয়ে গেছে, সরঞ্জাম নষ্ট হয়েছে, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় কোনো ক্ষতিপূরণ পাওয়ার উপায় নেই। ভারী গুলিবর্ষণ ও অবরোধের কারণে অনেক সময় তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারেন না।
এই ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে আসাদ বলেন, শুধু দূর থেকে সংহতি জানালে হবে না। আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় এসে পরিস্থিতি স্বচক্ষে দেখা উচিত এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, দখলদার বাহিনী পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিচ্ছে।
Comments