Image description

বরিশালের বাকেরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালির পর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ, থানার তদন্ত কর্মকর্তা সুরজিত বড়ুয়া, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সহ-সভাপতি জাকির জোমাদ্দার, সাংবাদিক জিয়াউল হক জিয়া প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য দুইজন যুবকের মাঝে ২ লাখ টাকার যুব ঋণের চেক এবং একজন সফল আত্মকর্মীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।