Image description

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে তিনি তার এলাকায় জয়ী হবেন। এমনকি তার প্রতিদ্বন্দ্বীদের জামানতও বাজেয়াপ্ত হবে বলে তার ধারণা।

নুরুল হক নুরের একটি খবরের ছবি শেয়ার করে জয় এই মন্তব্য করেন। তিনি নুরকে একজন প্রতিবাদী ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন যে জনগণের মধ্যে তার একটি সরল ও গ্রহণযোগ্য ইমেজ রয়েছে। তবে, তিনি মনে করেন জনগণ সম্পর্কে কারো কোনো ধারণা নেই এবং আগামীবার কে ক্ষমতায় আসবে তা কেবল আল্লাহই জানেন।

জয় আরও বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি ছাড়া অন্য কারো অস্তিত্ব থাকবে না, আবার এর বিপরীতও হতে পারে। তিনি দৃঢ়তার সাথে বলেন যে সুষ্ঠু নির্বাচন হলে তিনি যদি তার এলাকায় এমপি প্রার্থী হন, তাহলে অন্য সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। তবে, যদি গত ১৬ বছরের মতো নির্বাচন হয়, তাহলে তার নিজেরই জামানত বাজেয়াপ্ত হবে বলে তিনি জানান।

নিজের পারিবারিক রাজনৈতিক প্রভাব প্রসঙ্গে জয় বলেন, তার দাদা তিনবারের মুসলিম লীগের এমপি ছিলেন এবং তার চাচা ৯৮% ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তার চাচা শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি। তিনি জানান, তাদের পরিবারের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না।