Image description

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার গুরুত্বপূর্ণ ডুগডুগি হাট-বাজারে সাবেক ইজারাদার কর্তৃক বাজারের প্রধান গলি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ ও বিক্রির অভিযোগ উঠেছে। এর ফলে গলি দিয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতা-বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন এবং প্রায় অর্ধ শতাধিক দোকান বন্ধ হয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ডুগডুগি হাট-বাজারের প্রধান গলিটি হাজারো মানুষের যাতায়াতের প্রধান সংযোগপথ ছিল। কিন্তু সাবেক ইজারাদার কর্তৃক গলি দখল করে দোকান নির্মাণের কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এতে ক্রেতা-বিক্রেতারা মারাত্মক দুর্ভোগের মধ্যে পড়েছেন, এবং বাজারের ব্যবসা ধীরে ধীরে অচল হয়ে পড়ছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাবেক ইজারাদার ও বাজার কমিটির উদাসীনতা এবং স্থানীয় প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়ে এই দখলদারি চলছে, যার ফলে তাদের ব্যবসায়িক ক্ষতি দিন দিন বাড়ছে।

বর্তমান হাট ইজারাদার মোফাজ্জল হোসেন প্রধান বলেন, “আমি ইজারা নেওয়ার পর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ পেয়েছি। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, ৩-৪ বছর আগে সাবেক ইজারাদার অবৈধভাবে বাজারের গলি দখল করে দোকান নির্মাণ ও বিক্রি করেছেন। এর ফলে প্রায় অর্ধ শতাধিক দোকান বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা দোকান ছেড়ে কষ্টে দিন কাটাচ্ছেন। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই অবৈধ দোকানপাট উচ্ছেদ করে গলি উন্মুক্ত করা হোক।”

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, “বাজারের গলি দখল করে দোকান নির্মাণের বিষয়টি আমার জানা ছিল না, এবং এ বিষয়ে কোনো অভিযোগও পাইনি। বাজারের গলি দখল করে দোকান নির্মাণের কোনো নিয়ম নেই। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

ভুক্তভোগী ব্যবসায়ীরা অবিলম্বে গলি থেকে অবৈধ দোকান উচ্ছেদ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।