Image description

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে আছে এবং সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার রংপুরে ২২ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা বিশিষ্ট দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, তা তদন্তের আওতায় আসবে। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে থাকা কয়েকটি মামলা এখনো দুদকের তদন্তাধীন রয়েছে এবং এগুলো দ্রুত দৃশ্যমান করা হবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অন্যান্য মামলাগুলোও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ড. আব্দুল মোমেন আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়, তবে পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার। রংপুর কার্যালয় সম্পর্কে তিনি মন্তব্য করেন যে এটি এ অঞ্চলের দুর্নীতি প্রতিরোধে একটি কার্যকর প্রতীক হবে এবং এই প্রচেষ্টায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।