
টাঙ্গাইলের মধুপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ক আলোচনা এবং ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কলেজ, ডিগ্রী কলেজ, ইবতেদায়ী মাদ্রাসা, দাখিল- আলিম ফাজিল মাদ্রাসা, এমপি ও ননএমপিও সহ মোট ১০০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণে শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল-রানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিব আল-রানা সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন পক্ষ সকল প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে ফুটবল, ক্রিকেট সামগ্রী, ক্যারাম বোর্ড ও কৃষ্ণচূড়া, সোনালু এবং জারুল গাছের বিতরণ করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
Comments