চন্দনাইশে গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে দখলদারদের দৌরাত্ম্য

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সাতঘাটিয়া পুকুরপাড় থেকে বরকল ব্রিজ পর্যন্ত (বৈলতলী-বরকল-বরমা) সড়কেক উভয় পাশে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অবৈধ দখল করে রেখেছে প্রভাবশালী মহল। বিষয়টি সকলের চোখের সামনে ঘটলেও দেখার কেউ নেই।
সরজমিনে গিয়ে দেখা গেছে বরমা ধামাইর হাট বাজার, সাতঘাটিয়া পুকুর পাড়, কালির হাট, বাংলা বাজার, মৌলভীবাজার, কেশুয়া রাস্তার মাথা, টিনের হাটের মতো বাজার এলাকার সড়কের পাশজুড়ে দেখা যায় ফেলে রাখা হয়েছে অব্যবহৃত ভ্যান, জেনারটর, করিমন-নছিমন, ট্রলি, ইটের স্তপ, কংক্রিটের স্তপ, বাশঁ, গাছ, ইত্যাদি।
এছাড়াও ব্যবসায়ীরা তাদের দোকানের সামনে সড়কের জায়গা দখল করে মালপত্র সাজিয়ে রাখায় যান চলাচলে তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা। এর ফলে সাধারণ পথচারীরা ও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীসহ চালকরা পড়ছেন চরম ভোগান্তিতে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সড়কের দুই পাশে দুইটি ইউনিয়ন পরিষদ, বরমা ইউনিয়ন পরিষদ ও বরকল ইউনিয়ন পরিষদ, এমনকি রাস্তার দুইপাশে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কারো কোনো মাথা ব্যাথা নেই বল্লেই চলে। এই সড়কের দুই পাশে অবৈধ দখলের কারণে ও বিভিন্ন যানবাহনের বেপরোয়া গতি, এবং যত্রতত্র পার্কিং এর কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটেই চলছে। এমনকি এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)। তবুও এখনো পযর্ন্ত কোন মোবাইল কোর্ট পরিচালনা বা দৃশ্যমান প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেন জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা রোধে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও মালামাল অপসারণ জরুরি হয়ে পড়েছে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন বলেন, রাস্তার দুই পাশে যারা অবৈধভাবে দখল করে মালামাল রেখেছেন তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments