Image description

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম অভিযোগ করেছেন, বিভিন্ন গোষ্ঠী সংবাদ সম্মেলনে ৯০% সময় ব্যয় করে শিবিরের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালাচ্ছে এবং তাদের গঠনমূলক কাজে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসগুলোতে গ্যাং, অস্ত্র ও মাদকের অভয়ারণ্য তৈরি করেছিল, যার মানসিক ট্রমা কাটাতে শিবির ছাত্রসমাজের জন্য কাজ করে যাচ্ছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে সাতকানিয়ার সী-ওয়ার্ল্ড রিসোর্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণঅভ্যুত্থান প্রসঙ্গে শাপলা চত্বর, বিডিআর ও শিবির নেতাদের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, “প্রতিটি হত্যাকাণ্ডের পর আমরা ধৈর্য ধরে প্রতিজ্ঞা করেছি এর জবাব দেব। ২০২৪ সালে ছাত্র ও পেশাজীবী সমাজ জেগে উঠে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।” তিনি সতর্ক করে বলেন, “কেউ কেউ আবার ফ্যাসিবাদের স্বপ্ন দেখছে। অতীত থেকে শিক্ষা নিন, হাসিনার পরিণতি ফেরাউন বা নমরুদের মতো হতো না যদি তিনি শিক্ষা নিতেন।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসিফ উল্লাহ আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আসহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “ছাত্রশিবির কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আন্দোলন, একটি বিপ্লব। শিবিরকে রাজনৈতিক কারণে বাধা দেওয়ার চেষ্টা থেকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।”