Image description

মাদারীপুরের শিবচরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকার পৌরভবন-২ এর কাছে।

স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা সন্ধ্যার দিকে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণে বের হন। চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে শিবচর পৌরসভার চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে বেশিরভাগই পাঁচ্চর, মাদবরেরচর ও কাঠালবাড়ি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি একাধিক আহত নেতাকর্মী জানান, “তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণের জন্য আমরা দত্তপাড়া থেকে শিবচরের দিকে আসছিলাম। চরশ্যামাইল এলাকার কাজীর দোকানে পৌঁছালে শিবচর পৌরসভার চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। অনেকে আহত হয়েছেন। মোটরসাইকেল ফেলে খাল-বিল সাঁতরে আমাদের কেউ কেউ প্রাণে বেঁচে ফিরেছেন। পরিস্থিতি ছিল ভয়াবহ।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”