Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না, কারণ একটি 'অদৃশ্য শক্তি' ষড়যন্ত্র করছে। সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি দেশের ২০ কোটি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চায় এবং অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দলটি আশা করে।

বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী জানিয়ে তারেক রহমান বলেন, "আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং দেশের জনগণ দলটির ওপর আস্থা রাখতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, বিএনপির ৩১ দফার সাথে সরকারের ঐকমত্য কমিটির বক্তব্যের অনেক বিষয়েই মিল আছে। শুধুমাত্র দুই-একটি বিষয়ে পার্থক্য থাকতে পারে। তিনি বলেন, শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগেই এই ধরনের সংস্কারের দাবি তুলেছিল।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।