
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিবর্তে প্রচলিত ব্যালট পেপারেই ভোট গ্রহণ করা হবে। একই সাথে, ২০০৮ সালের পর আবারও ‘না ভোট’ বা ‘নো ভোট’ ফিরিয়ে আনা হচ্ছে।
সোমবার (১১ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একাধিক প্রার্থীর পাশাপাশি 'না ভোট' থাকবে। কোনো আসনে যদি মাত্র একজন প্রার্থী থাকেন, তবে তাকে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে না। বরং তাকে 'না ভোটের' বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে। যদি 'না ভোট' বেশি হয়, তবে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও নির্বাচনে কোনো অনিয়ম হলে ইসি চাইলে একটি, দুটি বা পুরো ৩০০ আসনের ফল বাতিল করার ক্ষমতা পাবে। এতে নির্বাচন কমিশনের ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।
ইসি সানাউল্লাহ আরও বলেন, এখন থেকে জোটগতভাবে নির্বাচন করা দলগুলোকে নিজ নিজ প্রতীকে ভোট করতে হবে। যদি কোনো প্রার্থীর ভোট সমান হয়, তাহলে লটারির পরিবর্তে পুনরায় ভোট গ্রহণ করা হবে। পাশাপাশি, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচনের পরও তদন্ত করে কমিশনের পক্ষ থেকে সংসদ সদস্য পদ বাতিল করার ক্ষমতা রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘না ভোট’ চালু করা হয়েছিল, যেখানে মোট ভোটের ৩ লাখ ৮২ হাজার ৪৩৭টি ‘না ভোট’ পড়েছিল। সেই ধারা এখন পুনরায় ফিরিয়ে আনা হচ্ছে।
Comments