
জামায়াতে ইসলামী 'জুলাই জাতীয় ঘোষণাপত্র' এবং 'জুলাই জাতীয় সনদ'-এর আইনি স্বীকৃতির পাশাপাশি এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'জুলাই জাতীয় ঘোষণাপত্র' এবং 'জুলাই জাতীয় সনদ'-এর আইনি স্বীকৃতির পাশাপাশি এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।
বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দলটির দাবি, 'জুলাই জাতীয় সনদ' বাস্তবায়নের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।
Comments