নেত্রকোনায় ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়া উপজেলার বামনদী গ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে আব্দুল হাকিম মীর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম মীর ওই গ্রামের আলী আহমেদ মীরের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন দুপুরে তিনি নিজ বাড়িতে ইজিবাইকটি চার্জে লাগাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগান। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল হাকিমের মৃত্যু হয়।
মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জানান, লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনাস্থল আটপাড়া থানা এলাকার হওয়ায় সংশ্লিষ্ট থানায় খবর পাঠিয়ে লাশটি আটপাড়ায় প্রেরণ করা হয়েছে।
Comments