Image description

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে দুমকি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মোঃ শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।