Image description

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানববন্ধন করেছেন পেশাদার সাংবাদিকরা। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কালবেলা পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক যায়যায়দিন প্রতিনিধি এম. আনোয়ারুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক আজাদী প্রতিনিধি এম. নুরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি এম. মোরশেদ হোসেন, দেশরুপান্তর প্রতিনিধি জাহেদুল হক, পূর্বকোণ প্রতিনিধি হুমায়ূন কবির শাহ সুমন, সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদ, সি-প্লাস প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ, মানবকণ্ঠ প্রতিনিধি ইমরান হোসেন, বিজয় টিভি প্রতিনিধি হিজবুল্লাহ সোহেল, দিনকাল প্রতিনিধি ফরহাদুল ইসলাম, ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, সমকাল প্রতিনিধি নেজাম উদ্দিন, সমাচার স্টাফ রিপোর্টার আনোয়ারুল আজিম, আমাদের সময় প্রতিনিধি ইকবাল বাহার, মানব জমিন প্রতিনিধি রিয়াদ হোসেন, জনকণ্ঠ প্রতিনিধি জামশেদুল আলম, নয়াদিগন্ত প্রতিনিধি নুরুল কবির, কর্ণফুলী প্রতিনিধি সিরাজুল ইসলাম, নয়া বাংলা প্রতিনিধি আক্কাস উদ্দিন, সাংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল, সকালের সময় প্রতিনিধি মহিউদ্দিন মঞ্জুর, ইনকিলাব প্রতিনিধি জাবেদুল ইসলাম, জনবাণী প্রতিনিধি শেখ আবদুল্লাহ, দৈনিক বাংলা প্রতিনিধি রহিম সৈকত এবং আমার বার্তা প্রতিনিধি সাইদুর রহমান রণি।

বক্তারা বলেন, “সাংবাদিকরা জাতির মুখপাত্র। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে। দেশে সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো কার্যকর আইন নেই। বরং প্রতিটি সরকার সাংবাদিকদের মুখ বন্ধ করতে কালো আইন প্রণয়ন করেছে।” তারা অনতিবিলম্বে আসাদুজ্জামান তুহিন, সাগর-রুনিসহ বিগত দিনে নিহত ও নির্যাতিত সাংবাদিকদের হত্যাকারী ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানান। এছাড়া, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা সাংবাদিক সমাজের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে জোরালো পদক্ষেপ দাবি করেন।