Image description

দিনাজপুরের বিরল উপজেলার কাজিপাড়া শিমুলতলা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর বন্ধুত্ব ও প্রেমের সূত্র ধরে বাংলাদেশী তরুণী সুরভী আক্তারকে (১৯) বিয়ে করতে সুদূর চীন থেকে ছুটে এসেছেন চীনা যুবক ইউয়ান জিয়াওক্সিয়াং (২৬)।

সোমবার (১১ আগস্ট) বিকেলে সুরভীর বাড়িতে গিয়ে দেখা যায়, চীনা প্রেমিককে এক নজর দেখতে শত শত উৎসুক জনতার ভিড়। ইউয়ান জিয়াওক্সিয়াং পেশায় একজন নির্মাণকর্মী। তার বাড়ি চীনের তাইকো জিয়াংসু এলাকায়। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। প্রায় এক বছর আগে কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেনের মেয়ে সুরভী আক্তারের সঙ্গে হ্যালো ট্যাক অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে প্রেমে রূপ নেয়।

ইউয়ান জিয়াওক্সিয়াং সুরভীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। গত ৪ আগস্ট চীন থেকে বাংলাদেশে আসেন তিনি এবং ১০ আগস্ট সন্ধ্যায় সুরভীর বাড়িতে পৌঁছান। ইউয়ান চীনা ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বলতে না পারায় তাদের মধ্যে কথোপকথন চলে গুগল ভয়েস অ্যাপের সাহায্যে। ইউয়ান জানান, তিনি এই ভ্রমণ ও প্রেমের অভিজ্ঞতা উপভোগ করছেন এবং সুরভীকে বিয়ে করে চীনে নিয়ে গিয়ে চীনা সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে চান।

স্থানীয় বাসিন্দা ও সুরভীর পরিবারের সদস্যরা এই ঘটনায় আনন্দিত। তারা জানান, কষ্টে বেড়ে ওঠা সুরভী যেন চীনে সুখে-শান্তিতে জীবন কাটাতে পারেন, সেই কামনা করছেন তারা। স্থানীয় ইউপি সদস্য জানান, ইউয়ানের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন করা হবে।

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা এই ভিনদেশি প্রেমকাহিনীকে আগ্রহের সঙ্গে দেখছেন এবং নতুন এই জুটির জন্য শুভকামনা জানাচ্ছেন।