
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা ২৪৮ রানেই অলআউট হয়ে যায়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার এবং রিফাত বেগ। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। এরপর ব্যাটিংয়ে হাল ধরেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকি। দুজনেই দারুণ ফিফটি তুলে নেন। কালাম ৭৫ বলে ৬৫ রান করে আউট হলেও, রিজান সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে যান। তিনি ৯৬ বলে ৯৫ রান করে রান আউটের শিকার হন। শেষদিকে আব্দুল্লাহর অপরাজিত ৩৮ এবং সামিউন বশিরের ১৩ রানের ওপর ভর করে বাংলাদেশ ২৬৯ রানের একটি বড় সংগ্রহ দাঁড় করায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে রিয়াজ হোসেন সর্বোচ্চ ৫টি উইকেট নেন। আল ফাহাদ ৩টি এবং স্বাধীন ইসলাম ২টি করে উইকেট পান।
২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ভালো শুরু করেছিল। ওপেনার আদনান লাগাদিয়ান সর্বোচ্চ ৪০ রান করেন। তবে বাংলাদেশি বোলারদের দাপটে প্রোটিয়ারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত ২৪৮ রানে গুটিয়ে যায়।
এই জয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তাদের নান্দনিক পারফরম্যান্সের মাধ্যমে ত্রিদেশীয় সিরিজের ট্রফি নিজেদের করে নিল।
Comments