Image description

ইংলিশ ফুটবল মৌসুমের শুরুতেই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর এক লড়াই দেখা গেল। কমিউনিটি শিল্ডের এই ম্যাচে নাটকীয়তায় ভরা খেলায় ক্রিস্টাল প্যালেস টাইব্রেকারে ৩-২ গোলে লিভারপুলকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এই ট্রফিটি জিতল।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ২-২ গোলে সমতায় শেষ হয়। লিভারপুল দুইবার এগিয়ে গেলেও প্যালেস দুইবারই সমতা ফিরিয়ে আনে। কমিউনিটি শিল্ডের নিয়ম অনুযায়ী কোনো অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ সরাসরি টাইব্রেকারে চলে যায়। সেখানেই বাজিমাত করে ক্রিস্টাল প্যালেস।

টাইব্রেকারে লিভারপুলের মোহাম্মদ সালাহ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং হার্ভি এলিয়ট গোল করতে ব্যর্থ হন। প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন দুটি শট ঠেকিয়ে দেন।

ম্যাচের শুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুলের তারকা দিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে-কে স্মরণ করা হয়। আক্রমণাত্মক খেলতে থাকা লিভারপুল ৪ মিনিটেই একিতিকের গোলে এগিয়ে যায়। তবে, ১৭তম মিনিটে ভার্জিল ফন ডাইকের ফাউলে প্যালেস একটি পেনাল্টি পায় এবং জো ফিলিপ মাতেতা গোল করে সমতা ফেরান। এর চার মিনিট পর জেরেমি ফ্রিমপংয়ের গোলে লিভারপুল আবার এগিয়ে যায়।

দ্বিতীয় অর্ধে ৬২তম মিনিটে প্যালেসের এবেরেচি এজে গোল করার সুযোগ পেলেও লিভারপুলের গোলরক্ষক আলিসন তা ঠেকিয়ে দেন। তবে ৭৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে ইসমাইলা সার আবারও গোল করে প্যালেসকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত টাইব্রেকারে লিভারপুল তাদের সামর্থ্য প্রমাণ করতে ব্যর্থ হয় এবং প্রথমবারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে নেয় ক্রিস্টাল প্যালেস।