Image description

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভার প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাভার প্রতিনিধি নাজমুল হুদা বলেন, “সাংবাদিক তুহিন হত্যাকান্ডে জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাভার প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় তুহিন নৃশংসভাবে হত্যার শিকার হন। একই দিনে গাজীপুরে আরেক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা আরও উল্লেখ করেন, “এই হত্যাকান্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দিনের আলোয় প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা দেশের ইতিহাসে কলঙ্কজনক দৃষ্টান্ত।” তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমদাদুল হক, নির্বাহী সদস্য আকলাকুর রহমান, একুশে টিভির শাহেদ জুয়েল, গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানী, এটিএন বাংলার শেখ আবুল বাশার, দৈনিক মানবকণ্ঠ মো. ওমর ফারুক, কালের কণ্ঠের মো. ওমর ফারুক, এশিয়ান টিভির আহসান উল্লাহসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।