মিঠাপুকুরে ১৩ বছরের স্কুলছাত্রীকে যৌন নির্যাতন, থানায় অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। আজ রবিবার (১০ আগস্ট) সকাল ৮ ঘটিকায় উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের খোদ্দ কাশিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ছাত্রীর ভাবি বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলছাত্রী (১৩) ঘটনার দিন সকালে তার প্রতিবেশী ভাবী আদুরী বেগমের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে প্রতিবেশী আবুল কালাম (৬০) তাকে উত্যক্ত করেন এবং অশ্লীল কথাবার্তা বলেন এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকে। এক পর্যায়ে জোরা জোরি করে মেয়েটির বুকে ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গুলোতে হাত দেন। এতে মেয়েটি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখন আবুল কালাম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়রা জানান, আবুল কালামের শুধু এই ঘটনা নয়। এর আগেও নারী কেলেঙ্কারির মামলায় জেলে গিয়েছিলেন। পরে সেটি টাকার বিনিময়ে রফা দফা করেছেন। এখন আবার এই ঘটনা ঘটিয়েছে। আমরা চাই আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক।
অভিযুক্ত আবুল কালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এসব কিছু করিনি। আপনারা কিছু লেখালেখি করিয়েন না। আমি রাতে আপনাদের সাথে দেখা করবো ।
তবে তার স্ত্রী জানান, নাতনী হয়, তাই একটু দুষ্টুমি করেছে। আপনারা লেখালেখি করিয়েন না। আমরা বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করবো ।
মিঠাপুকুর থানার (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments