
হ্যামস্ট্রিং চোটের কারণে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠের বাইরে থাকলেও, রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছে ইন্টার মায়ামি। আজ (বৃহস্পতিবার) লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচে মেক্সিকান জায়ান্ট পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি।
ম্যাচে প্রথমে লিড নিয়েছিল পুমাস। ম্যাচের ৩৪ মিনিটে জর্জ রুভালকাবা একটি কাউন্টার অ্যাটাকে পুমাসকে এগিয়ে দেন। তবে বিরতির আগেই মায়ামিকে সমতায় ফেরান রদ্রিগো ডি পল। অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে আসা এই তারকা মেজর লিগ সকারে (এমএলএস) নিজের দ্বিতীয় ম্যাচে গোল পেলেন। এরপর দ্বিতীয়ার্ধে মায়ামির হয়ে আরও দুই গোল করেন লুইস সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।
দ্বিতীয়ার্ধে সুয়ারেজের দাপুটে পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ৫৯ মিনিটে স্পট কিকে গোল করে দলকে লিড এনে দেন সাবেক এই উরুগুইয়ান তারকা। পুমাসের ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। এরপর ৭০ মিনিটে সুয়ারেজ ডিফেন্সচেরা এক পাসে খুঁজে নেন তাদেও আলেন্দেকে, যিনি স্বল্প দূরত্বে থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ইন্টার মায়ামির সর্বশেষ লিগস কাপের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এরপর তাকে মাঠ ছাড়তে হয় এবং জানা যায়, বেশ কয়েকটি ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে মায়ামিকে। মেসির অনুপস্থিতিতেও জাভিয়ের মাশ্চেরানোর দল যে দারুণ পারফর্ম করতে পারে, এই জয় তারই প্রমাণ। ৩-১ ব্যবধানের এই জয় ফ্লোরিডার ক্লাবটিকে লিগস কাপের শেষ আটে তুলে দিয়েছে।
Comments