Image description

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের 'ভুলের' জন্য ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ১৯৭১ সালে জামায়াত যে ভুল করেছিল, তা সংশোধনের সুযোগ এখনো আছে। তিনি বলেন, 'আপনারা এখনো ক্ষমা চাননি। ক্ষমা চান, নির্বাচনে অংশ নিন। তাহলে অতীতের ভুল কিছু হলেও মোচন হবে। আর যদি নির্বাচন প্রতিরোধের জন্য রাস্তায় নামেন, তাহলে সেই ভুল দ্বিগুণ হবে।'

তিনি জামায়াতকে মনে করিয়ে দেন যে, একসময় আন্দোলনের স্বার্থে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছিল, যার ফলে জামায়াত গণমানুষের কাছাকাছি আসার সুযোগ পেয়েছিল। তিনি আশা করেন, জামায়াত এই বিষয়টি মনে রাখবে এবং দেশের স্বার্থে কাজ করবে।

শামসুজ্জামান দুদু বলেন, ড. ইউনূসের নেতৃত্বে একটি ভালো নির্বাচন সম্ভব বলে বিএনপি বিশ্বাস করে এবং দলটি শুরু থেকেই এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আসছে। তিনি সতর্ক করেন, যদি কেউ নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে, তবে দেশ অনিশ্চিত গন্তব্যে পৌঁছাবে।

তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যার শেকড় দেশের সব স্তরে ছড়িয়ে আছে। আওয়ামী লীগ হারিয়ে গেছে এবং বিএনপি জেগে উঠলে দেশ রক্ষার জন্য অন্য কোনো বাহিনীর প্রয়োজন হবে না। তিনি আরও বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের শাসনামলে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি এবং ৪০ হাজার বিরোধীদলীয় নেতা নিহত হয়েছিলেন। সেই সময়ের ইতিহাস বই পড়ে পুরোপুরি জানা সম্ভব নয়।