Image description

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার মাত্র তিন দিনের মাথায় চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে। বুধবার বিকেলে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটের ব্যাটারি কক্ষে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

রাউজান বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মুহাম্মদ আব্দু জাহেদ বলেন, বিকেল ৩টার দিকে ব্যাটারি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

৪৪০ মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্রটি গত রোববার চালু হয়েছিল এবং দুর্ঘটনার আগ পর্যন্ত এর দুই নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। 

দীর্ঘদিন ধরে গ্যাস-সংকটের কারণে কেন্দ্রটি বন্ধ ছিল। প্রধান প্রকৌশলী জানান, ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যাটারিগুলো দ্রুত প্রতিস্থাপন করে বিদ্যুৎ উৎপাদন আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে।