
রায় জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক খালেক মিয়া সাত দিনের রিমান্ড শেষে খায়রুল হককে আদালতে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে তিনি বলেন, রিমান্ডে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। তদন্ত চলমান থাকায় তাকে কারাগারে রাখা জরুরি। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
২০২৪ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুহা. মুজাহিদুল ইসলাম শাহবাগ থানায় এই মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, খায়রুল হক শেখ হাসিনার ইচ্ছা পূরণের জন্য এবং অবসর-পরবর্তী পদায়নের লোভে দুর্নীতির মাধ্যমে রায় পরিবর্তন করে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।
গত ২৪ জুলাই ধানমন্ডির একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর এক কিশোর হত্যাকাণ্ডের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
Comments